Are you OK with cookies?

We use small files called ‘cookies’ on brookhouseinquiry.org.uk. Some are essential to make the site work, some help us to understand how we can improve your experience, and some are set by third parties. You can choose to turn off the non-essential cookies. Which cookies are you happy for us to use?

Bengali

ব্রুক হাউস ইন্‌কোয়ারী

এই ব্রুক হাউস ইন্‌কোয়ারীর (অনুসন্ধানের) উদ্দেশ্য কি?

১লা এপ্রিল ২০১৭ তারিখের থেকে ৩১শে অগাস্ট ২০১৭ তারিখ পর্যন্ত ব্রুক হাউস ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে আটক থাকা ব্যক্তিদের সাথে অপব্যবহার করার ব্যাপারটি আমরা অনুসন্ধান করে দেখছি। ‘অপব্যবহারের’ মানে হচ্ছে যে ইওরোপীয়ান কন্‌ভেন্‌শন অন হিউম্যান রাইট্‌স-এর আর্টিকেল ৩-এর বিপরীত আচরণ করা।

এই অনুসন্ধানের উদ্দেশ্য হচ্ছে আবিষ্কার করা যে টার্মস অভ্‌ রেফারেন্সে (নির্দেশের শর্তাবলীতে) বলে দেওয়া সময়ে, কতটা অপব্যবহার করা হয়েছে। এই অপব্যবহারের জন্য কারা দায়ী এবং এতে ব্যবস্থার ব্যর্থতার কোন অবদান আছে কিনা তা এই অনুসন্ধানে খোঁজ করে দেখা হবে। প্রমাণ সংগ্রহ করা ও প্রকাশ্য শুনানীর মাধ্যমে, এই অনুসন্ধান তদন্ত করে দেখবে যে ব্রুক হাউস ইমিগ্রেশন রিমুভাল সেন্টারের ঘটনাগুলির দায়িত্ব কার, এবং একটা রিপোর্ট প্রকাশ করার মাধ্যমে, আমরা সুপারিশ করব যাতে, যা ঘটেছে তার থেকে যাতে সব প্রাসঙ্গিক প্রতিষ্ঠানগুলি শিখতে পারে।

কেন্দ্রীয় সরকারের থেকে স্বাধীন

এই অনুসন্ধানটা হচ্ছে একটা স্বাধীন আইনগত অনুসন্ধান, যেটা ব্রুক হাউস ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে ১লা এপ্রিল ২০১৭ থেকে ৩১শে অগাস্ট ২০১৭ তারিখের মধ্যে ঘটা ঘটনাগুলিকে পরীক্ষা করে দেখবে।

  • স্বাধীন হওয়ার মানে হচ্ছে যে এই অনুসন্ধানটা কেন্দ্রীয় সরকারের কোন অংশ নয় এবং কোন সরকারী বিভাগ এটার পরিচালনা করছে না;
  • আইনগত হওয়ার মানে হচ্ছে যে একটা বর্তমান তদন্তের থেকে পরিবর্তন করে এটাকে ইন্‌কোয়ারিজ এ্যাক্ট ২০০৫-এর আওতায় একটা অনুসন্ধানে পরিণত করা হয়েছে এবং এই অনুসন্ধানের, সাক্ষীদের সাক্ষ্য দিতে ও কাগজপত্র দিতে বাধ্য করার ক্ষমতা আছে। 

আমাদের সাথে কি ভাবে যোগাযোগ করা যায়

১লা এপ্রিল ২০১৭ থেকে ৩১শে অগাস্ট ২০১৭ তারিখের মধ্যে আপনাকে কি ব্রুক হাউস ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে আটক রাখা হয়েছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের কন্ট্যাক্ট ফর্ম (যোগাযোগের ফর্ম) অথবা নিচে দেওয়া অন্যান্য উপায়গুলির যে কোনটা ব্যবহার করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:

টেলিফোন:          0800 181 4363

ইমেইল: enquiries@brookhouseinquiry.org.uk

চিঠি লিখবেন:     Freepost BROOK HOUSE INQUIRY

আপনাদের সাথে কি আমার ইংরেজীতে যোগাযোগ করতে হবে?

আপনি যদি ইংরেজী ছাড়া অন্য কোন ভাষায় যোগাযোগ করা বেশী পছন্দ করেন, তাহলে তা দয়া করে আমাদের জানাবেন এবং আমাদের অনুবাদের পরিষেবার মাধ্যমে আমরা আপনার সাথে কথা বলার বন্দোবস্ত করতে পারব।

আমি এই অনুসন্ধানে অংশ নিতে চাই

আপনার যদি ইতিমধ্যেই কোন সলিসিটার থাকে যে আপনার হয়ে কাজ করছে, তাহলে একজন মূল অংশগ্রহণকারী হওয়ার ব্যাপারে তার সাথে কথা বলবেন। আপনার যদি এখনও কোন সলিসিটার না থাকে, অথবা আপনি ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ না করে থাকেন, তাহলে ওপরে দেওয়া উপায়গুলির কোন একটা ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করবেন।

আরও তথ্য আমি কোথায় পাব?

আমাদের ওয়েবসাইটে আরও তথ্য পাওয়া যাবে, যার মধ্যে থাকবে শুনানীর তারিখ, জায়গার সম্বন্ধে তথ্য এবং এই অনুসন্ধানের সম্বন্ধে খবর

Hestia

পাবলিক এন্কোয়ারীতে (সরকারী অনুসন্ধানে)  সাক্ষ্য দিতে হওয়াটা কিছু লোকের কাছে হয়ত একটা কঠিন অভিজ্ঞতা হতে পারে অথবা তারা এই প্রণালীর বিষয়ে চিন্তিত থাকতে পারে।  এই সাক্ষ্য দেওয়ার প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার সময়, তারা কে তা নির্বিশেষে, আমরা সাক্ষীদের সাথে সহায়তা করতে চাই। সাক্ষীদের সাথে সহায়তা করার উদ্দেশ্যে, এই এনকোয়ারী একটি অভিজ্ঞতা সম্পন্ন প্রদানকারী হেস্টিয়াকে (Hestia-কে) নিয়োগ করেছে, যারা একটা পেশাদারী, স্বাধীন ও গোপন রাখার পরিষেবা দিয়ে থাকে।েছে।  হেস্টিয়া বিভিন্ন ভাষায় সহায়তা দেওয়ার বন্দোবস্ত করতে পারে। উইটনেস সাপোর্ট-এর পরিষেবা পাওয়ার উদ্দেশ্যে, দয়া করে ০৮০৮১৬৪০০০৮ নম্বরে হেস্টিয়ার ফ্রীফোন সাপোর্ট লাইনের সাথে যোগাযোগ করে আপনার নাম ও যে ভাষায় আপনি সহায়তা পেতে চান সেটা জানিয়ে একটা মেসেজ রাখবেন। তাছাড়াও, একটা পাবলিক এনকোয়ারীতে একজন সাক্ষী হওয়ার মানে কি সে বিষয়ে আরও তথ্য দিয়ে ব্রুক হাউস এনকোয়ারী (The Brook House Inquiry) একটা প্রচারপত্র প্রকাশ করেছে।  আপনি যদি ইংরেজী ছাড়া অন্য কোন ভাষায় এই প্রচারপত্রের একটা কপি পেতে চান, তাহলে আপনি কোন ভাষায় এই তথ্য চান তা জানিয়ে দয়া করে enquiries@brookhouseinquiry.org.uk ঠিকানায় ইমেইল করবেন।

 

যেসব প্রতিষ্ঠান কাজে লাগতে পারে

দুর্ভাগ্যবশতঃ, আমরা ইমিগ্রেশন সংক্রান্ত সাহায্য বা পরামর্শ দিতে পারি না। এগুলি আমাদের অনুসন্ধানের পরিধির বাইরে। আপনার যদি ইমিগ্রেশন সংক্রান্ত অবস্থার সম্বন্ধে কোন সহায়তার দরকার হয় অথবা ওয়েলফেয়ারের সম্বন্ধে চিন্তা থাকে, তাহলে নিচে দেওয়া প্রতিষ্ঠানগুলির মধ্যে যে কোন একটার সাথে যোগাযোগ করবেন:

Red Cross (রেড ক্রস)

উদ্বাস্তু আশ্রয়প্রার্থীদের এবং মানুষ পাচারের শিকারদের জরুরী ওয়েলফেয়ার সংক্রান্ত সাহায্য দেয়।

Bail for Immigration Detainees (বেইল ফর ইমিগ্রেশন ডিটেইনীজ) – টেলিফোন 020 7456 9750 (০২০ ৭৪৫৬ ৯৭৫০) (সোমবার – বৃহস্পতিবার সকাল ১০টা – বেলা ১২টা)

রিমুভাল সেন্টার জেলে আটকে রাখা অভিবাসীদের আইন সংক্রান্ত পরামর্শ দেয় এবং তাদের প্রতিনিধিত্ব করে।

Migrant Help (মাইগ্র্যান্ট হেল্প) – বিনা খরচে আশ্রয়প্রার্থীদের (এ্যাসাইলাম প্রার্থীদের) জন্য সাহায্যের লাইন 0808 8010 503 (০৮০৮ ৮০১০ ৫০৩)

অভিবাসীদের পরামর্শ দেয় এবং সাহায্য করে।

Medical Justice (মেডিকাল জাস্টিস) – টেলিফোন 0207 561 7498 (০২০৭ ৫৬১ ৭৪৯৮)

অভিবাসন সংক্রান্ত আটক থাকা ব্যক্তিদের স্বাধীন ডাক্তারী পরামর্শ দেয় এ্যাসেস্মেন্ট করে এবং গুরুত্বপূর্ণ ডাক্তারী উদ্বেগের বিষয়গুলি সংক্ষেপে বলে মেডিকোলীগাল (ডাক্তারী সংক্রান্ত আইনের) রিপোর্ট চিঠি লেখে।

Gatwick Detainees Welfare Group (গ্যাট্‌উইক ডিটেইনীজ ওয়েল্‌ফেয়ার গ্রুপ) – টেলিফোন 01293 657070 (০১২৯৩ ৬৫৭০৭০)

গ্যাট্উইক ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে আটক থাকা ব্যক্তি তাদের পরিবারকে সহায়তা দেয় তাদের সাথে বন্ধুত্ব করে।

Prisons & Probation Ombudsman (প্রিজন্‌স এ্যান্ড প্রোবেশন অম্‌বাড্‌স্‌ম্যান) – টেলিফোন লো-কল (lo-call) 0845 010 7938 (০৮৪৫ ০১০ ৭৯৩৮) (আন্সারফোনের পরিষেবা)

যারা জেলে আছে অথবা ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে আটক আছে, তাদের অভিযোগের বিষয়ে স্বাধীন নিরপেক্ষ অনুসন্ধান।

Samaritans (স্যামারিট্যান্‌স) – অথবা বিনা খরচে টেলিফোন করুন। টেলিফোন: 116 123 (১১৬ ১২৩)

যাদের প্রয়োজন আছে তাদের জন্য বিনাপয়সায় শোনার সহায়তা।

এই তথ্যের একটা পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

 

Languages